Wellcome to National Portal
Main Comtent Skiped

Future plan

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সমূহ:

ক্র: নং

কাযক্রমের বিবরণ

 

  1.  

দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী(ভিজিডি)

হতদরিদ্র কর্মক্ষম নারীদের ২(দুই) বছর (২৪মাস) মেয়াদী প্রতি মাসে ৩০ কেজি চাল/গম খাদ্যশস্য প্রদান এবং আয়বর্ধক প্রশিক্ষণে মাধ্যমে স্বাবলম্বী করা হয়। বিগত বছরগুলোর তুলনার উপকারভোগীর সংখ্যা প্রায় দ্বিগুন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়নে ৬৩০১৫ জন উপকারভোগীকে ২২৬৮৫৪০.০ মে:টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

হতদরিদ্র কর্মক্ষম নারীদের খাদ্য এবং প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের মূলস্রোতে আনয়ন করা।

2

দরিদ্র মা‘র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী

দরিদ্র গর্ভবতী মায়ের জন্য ২(দুই) বছর(২৪মাস) মেয়াদী প্রতি মাসে ৫০০/- টাকা হারে তফসিল ব্যাংকের মাধ্যমে  ১০/-মূল্যের ব্যাংক হিসাব নম্বর খোলে স্ব-স্ব হিসাবে প্রতি ছয় মাস পর পর ভাতার অর্থ বিতরণ করা হয়। ভাতাভোগীদের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়নে ২৯,২৬৮ জন ভাতাভোগীকে সর্বমোট ৬৯,৭৯,৬০,৮০০/-টাকা বিতরণ করা হয়েছে।

দরিদ্র গর্ভবতী মায়ের পুষ্টি ও স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা। নিজস্ব মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে পরিশোধ করা।

3

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল

কর্মজীবি মায়ের সুস্বাস্থ্য ও তাদের বাচ্চার পুষ্টি নিশ্চিত করার জন্য ০২(দুই) বছর মেয়াদী মাসিক ৫০০/-টাকা হারে  তফসিল ব্যাংকের মাধ্যমে  ১০/-মূল্যের ব্যাংক হিসাব নম্বর খোলে স্ব-স্ব হিসাবে প্রতি ছয় মাস পর পর ভাতার অর্থ বিতরণ করা হয়। দুগ্ধতায়ী মা যেন পুষ্টিকর খাবার খেতে পারে এবং নিজেদের যত্ন নিতে পারে এজন্য ভাতা ও সচেতনতামূলক প্রশিক্ষণপ্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ঔষধ প্রদান করা হয়। ইতিমধ্যে অত্র জেলায় ৬৫০০ জন উপকারভোগীদের মধ্যে ১৯,৫০,০০,০০০/-টাকা বিতরণ করা হয়েছে।

কর্মজীবি দরিদ্র গর্ভবতী মায়ের পুষ্টি ও স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা । নিজস্ব মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে পরিশোধ করা।

4

জয়িতা অন্বেষণে বাংলাদেশ

তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের কাজের স্বীকৃতি স্বরম্নপ বর্তমান সরকার প্রতি বছর ৫টি ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়। বর্তমান সরকারে আমলে ঢাকার রাফা পস্নাজায় ‘‘জয়িতা’’ নারী ব্যবসায়ীদের জন্য বিক্রয় কেন্দ্র চালুকরণ একটি বিশেষ উদ্যোগ। অত্র  জেলার ১৩টি উপজেলায় উপজেলা পর্যায়ে ৩৯০ জন সফল নারীকে সম্মাননা এবং ৬৪,০০০/- টাকা প্রদান করা হয়েছে।

সফল জয়িতাদের সমাজে স্বীকৃতি প্রদান করা

5

মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল

প্রশিক্ষণ প্রাপ্ত, দু:স্থ অসহায় নারীদের জন্য জামানত বিহীন ৫০০০/-টাকা -১৫০০০/- টাকা ৫% হারে সার্ভিস চার্জে প্রদান করা হয়। এপর্যন্ত অত্র জেলায় ৩৩০৭ জনকে ২৮,৬৫৩,০০০/- টাকা বিতরণ করা হয়। আদায়ের হার ৮১%।

নিজস্ব মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে পরিশোধ করা।

6

 স্বেচছাসেবী মহিলা সংগঠন

দু:স্থ  অসহায় মহিলাদের সংগঠিত করে স্বেচছসেবী মহিলা সমিতির মাধ্যমে স্বাবলম্বী করা হয়। এপর্যমত্ম অত্র জেলায় ৬৬৭ টি সমিতিতে ১,০০,৫৯,০০০/-টাকা প্রদান করা হয়েছে।

 

দু:স্থ  অসহায় মহিলাদের সংগঠিত করে স্বাবলম্বী করা

7

নির্যাতিত দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল

নির্যাতিত দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে এককালীন ১০,০০০/-থেকে ১৫,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অত্র জেলায় ৩৫০ জনকে ৩৫,০০,০০০/- টাকা প্রদান করা হয়েছে।

নিজস্ব মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে পরিশোধ করা।

8

জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ

জেলা ও উপজেলায় মহিলা প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে আধুনিক দর্জি বিজ্ঞান,বস্নক বাটিক, শোপিচ, বিউটিফিকেশন এবং কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে তিন মাস অমত্মর অমত্মর শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ জেলায় ২৪০০ জন মহিলাকে প্রশিক্ষণ এবং ৩,০১,৫৬,৬০০/-প্রদান করা হয়েছে।

শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা।

9

আইনি সহায়তা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ জেলার ১০৮টি ইউনিয়নে আবেদনের প্রেক্ষিতে এবং কোর্ট থেকে তদমেত্মর জন্য প্রাপ্ত ৩৫১ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

মানুষের দোরগোড়ায় আইনী সহায়তা পোঁছিয়ে দেয়া

10

বিভিন্ন দিবস

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস জনম বার্ষিকী, বেগম রোকেয়া দিবস, আমত্মর্জাতিক নারী দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পত্র, কন্যা শিশু দিবসসহ জাতীয় ও আমত্মর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

 

11

অন লাইন সেবা

অন লাইনের মাধ্যমে সেবা গ্রহিতাদের সেবা প্রদান করা হয়।